মানিকগঞ্জ সংবাদদাতাঃ২৮ মার্চ
মানিকগঞ্জের সিংগাইরে পূর্বভাকুম গ্রামে মাদক উদ্ধার করতে গিয়ে ডিবি পুলিশের ৫ সদস্যকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছেন ওই কারবারির পরিবারের লোকজনসহ তার
সহযোগীরা। এসময় মাদক কারবারিসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
তাদের কাছ থেকে ৫ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে,গতকাল মঙ্গলবার (২৮ মার্চ)এ বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন জেলার গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদমোশাররফ হোসেন।
আটকরা হলেন মো. শাহিনুর (৩৪) তার বাড়ি সিংগাইর উপজেলার পুর্বভাকুম গ্রামের। তিনি একই গ্রামের লেছু (লিচু) ফকিরের ছেলে। শাহিনুরের ভাগনে
সুজাত হোসেন। একই গ্রামের আরশাদ আলীর ছেলে। তাকে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে গ্রেফতার করে পুলিশ। ডিবি পুলিশের তথ্য মতে জানা যায়, শহীনুরকে গ্রেফতারের সময় শাহীনুর গ্রেফতার এড়ানোর জন্য ডিবি পুলিশের সাথে ধস্তাধস্তিশুরু করে এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে।এসময় শাহীনুরের চিৎকার শুনে তার বোনেে ছেলে সুজাত হোসেন ও সহযোগী সুজাতের মা আসমা বেগম (৪৫), স্ত্রী লিপি আক্তার এবং শাহীনুরের ভাই আহাদুল নূর (২৮)সহ আরো কয়েকজন শাহীনুরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ।

সুজাত হোসেন নামের ঐ যুবক লোহার রড দিয়ে ডিবি পুলিশের উপর হমলা করলে কয়েকজন ডিবি পুলিশ সদস্য মারত্মকভাকে আহত হয়। এ ঘটনায় সুজাত নামের ঐ যুবককে সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। অন্যরা পালিয়ে গেলে তাদের গ্রেফতার করা সম্ভব হয় নাই। গেফতারকৃত সুজাত ঐ গ্রামের আরশাদ আলীর ছেলে।এক পর্যায়ে সুজাত হোসেন নামের ওই যুবক লোহার রড দিয়ে ডিবি পুলিশের ওপরে হামলা করে। এসময় ডিবি পুলিশের এসআই আসাদ মিয়া, কনস্টেবল সাদেক আলী, ইব্রাহিম মিয়া, শরীফুল ইসলাম, রাসেল মিয়া ও তানভীর ভূঁইয়া(২৮) আহত হন। পরে তারা জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
আহত ডিবি পুলিশ সদস্যা এসআই আসাদ মিয়া, কনস্টেবল সাদেক আলী, ইব্রাহিম মিনা, শরীফুল ইসলাম, রাসেল মিয়া ও তানভীর ভূইয়া মানিকগঞ্জ ২৫০
শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। এ ঘটনায় সংগাইর থানায় দুইটি মামলা হয়েছে।

জেলার গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এঘটনায় সিংগাইর থানায় ২টি মমলা দায়েরের রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *