মো, রাকিব বিশ্বাস ,
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ (১৪ জানুয়ারী)
মানিকগঞ্জের সিঙ্গাইরে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ি বিল থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার সাড়ে ১১ টার দিকে সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ী বিলে বস্তাবন্দী মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয় স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ সদস্যরা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলায় কাটা চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দী করে বিলের পানিতে ফেলে রেখে গেছে। রহস্য উদ্ঘাটন ও নিহত যুবতীর নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তার বয়স ৩৫-৩৬ ধারণা করা