মানিকগঞ্জ প্রতিনিধি,২২ফেব্রæয়ারী
মানিকগঞ্জে স্বল্পমূল্যে অগ্রীম ইট বিক্রির নামে ১৭ কোটি টাকা আত্মসাৎকারী এ.আর সি ইট খোলার মালিক আব্দুর রাজ্জাকের বিচারের দাবীতে মানববন্ধন করেছে শতাধিক ভুক্তভোগি।
আজ বুধবার দুপুরে(২২ ফেব্রুয়ারী) ঢাকা হেমায়েতপুর মানিকগঞ্জ সড়কের মিতরা বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টা ব্যাপী মানবন্ধনে ভুক্তভোগি মজিজুর রহমান মফিজ মাস্টারের সভাপতিত্বে শতাধিক পাওনাদার মানববন্ধনে অংশ নেন।
এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- ভুক্তভোগি আব্দুল খালেক বাবু, মো.আসলাম হোসেন, শাহীন তারেক, মো. ইদ্রিস আলী, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা মো. ইসমাইল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মিতরা এলাকায় অবস্থিত এআরসি ইটভাটার মালিক আব্দুর রাজ্জাক স্বল্পমূল্যে ইট দেয়ার কথা বলে বিভিন্ন এলাকার অন্তত দুই শতাধিক মানুষের কাছ থেকে ১৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত চেক আর ইটভাটার মেমো দিয়ে টাকা সংগ্রহ করেন। কিন্তু নির্দিষ্ট সময়ে কাউকে টাকা না দিয়ে লাপাত্তা হয়ে যান তিনি। পরবর্তীতে ২৫ জন ভুক্তভোগী তার নামে আদালতে চেক ডিজঅনারের মামলা দায়ের করেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
বক্তারা আরও বলেন, আত্মসাতের টাকায় তিনি এলাকায় বড় বড় খামার, হ্যাচারি স্থাপন করে নিশ্চিন্তে ব্যবসা করে আসলেও পাওনাদারদের কোন টাকা পরিশোধ করছেন না। ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা ফেরতসহ প্রতারক আব্দুর রাজ্জাকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
এদিকে পাওনাদাররা অভিযুক্ত রাজ্জাকের কাছে টাকা চাইতে গেলে উল্টো হুমকি ও মামলার ভয়ভীতি দেখায়।