মানিকগঞ্জ প্রতিনিধি, ৩ ডিসেম্বর
”কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ“ এই শ্লোগান নিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস।

আজ (শুক্রবার) সকালে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সমাজসেবা কার্যলয়ের আয়োজনে, সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে, ২০ জনকে হুইল চেয়ার ও ৬ প্রতিবন্ধীকে চিকিৎসা সহায়তা অনুদানের ৫ হাজার টাকার চেক প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর-সভার মেয়র মোঃ রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) সানোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা রোজীনা খাতুন, এমডিপিওডির পরিচালক মোঃ এন্তাজ আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) শুক্লা সরকার-সহ প্রতিবন্ধী ব্যক্তি ও তার পরিবারের লোক জন।

আলোচনা সভায় বক্তারা বলেন দেশের এই বৃহত্তর প্রতিবন্ধী ব্যক্তিদেরকে পেছনে ফেলে ডিজিটাল বাংলাদেশ অর্জন সম্ভব হবে না। তাদের কে পূর্ণ অধিকার দিলে তারাও
জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে। প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করণের মাধ্যমে এবং তাদের কে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের এবং দেশের উন্নয়ন সম্ভব। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে এবং তাদের কর্মসংস্থান সৃষ্ঠিতে সরকারি-বেসরকারি সব পর্যায় থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহযোগিতা করা প্রয়োজন। প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থান এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা পূর্বক তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *