মানিকগঞ্জ প্রতিনিধি,২২ নভেম্বর
মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ সংযুক্ত সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে তারেক হাবিবুর- আশিক স্মৃতি ঘরোয়া ফুটবল লীগ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২২নভেম্বর) নাবারণ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল লীগে যমুনা একাদশ ১-০ গোলে ধলেশ্বরী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরঙ্গবাদ সংযুক্ত সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা কাজী ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডফোর্ড হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ও নিউরোসার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু সাঈদ।
অনুষ্ঠানে অরঙ্গবাদ সংযুক্ত সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অহেদ আলীর পরিচালনায় এ সময়ক আরো উপস্থিত ছিলেন ইসলামি উন্নয়ন ব্যাংক জেদ্দা শাখার সাবেক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম (সারোয়ার,) ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মান্নান, সহকারী শিক্ষক আবু বককর সিদ্দিক, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর, জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ ইখলাস খান, সমাজ সেবক মোঃ শরিফুল ইসলাম, বিসিএস ক্যাডার মোঃ রনি মিয়া,টাঙ্গাইল সরকারি শা’দত কলেজের প্রভাষক মোঃ আজিজুল হক, সংযুক্ত সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম , উপদেষ্টা আব্দুর রশিদ প্রমুখ।
এ ঘরোয়া ফুটবল লীগে মোট চারটি দল অংশগ্রহণ করেন।