মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে জেলা পর্যায়ে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি বালক ও বালিকা অনুর্ধ্ব ১৯ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার)।
উদ্বোধনী খেলায় অংশ নেয় সাটুরিয়া ও ঘিওর উপজেলার কাবাডি টিম।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেক কুমার সাহা।
এসময় কাবাডি সাব-কমিটির আহবায়ক কাজী এনায়েত হোসেন টিপুর সভাপতিত্বে অনন্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকবর আলী, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রফিকুল ইসলাম পরান, যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান জনি, সেলিম পারভেজ, নির্বাহী সদস্য মশিউর রহমান শিমুল, প্রদীপ শিকদার রিপন, আবুল বাশার প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *