মানিকগঞ্জ প্রতিনিধি,২৬ জুন
মানিকগঞ্জের পৌরসভার বেউথা এলাকায় ঈদুল আযহার দিন রাতে এক আইনজীবির বাড়ীতে ঢুকে তার বৃদ্ধা মা-মনোয়ারা বেগমসহ পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা করে গুরুতর জখম ও লুটতরাজের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এসময় অভিযুক্ত আসামীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তীর দাবী করেছে মানববন্ধের বক্তারা।

এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবি মুরাদ হোসেন বাদী হয়ে গত ২০ জুন মানিকগঞ্জ সদর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের পৌরসভার বেউথা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী মানববন্ধনে মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইনজীবী মোরাদ হোসেন.আহত মনোয়ারা বেগম,কামাল হোসেন ও আব্দুল খালেক।
মানববন্ধের বক্তারা বলেন,গত ঈদুল আযহার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী বেউথা এলাকায় আইনজীবী মুরাদ হোসেনর বাড়ীতে গিয়ে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় মানিকগঞ্জ আইনজীবী সমিতির সদস্য মুরাদ হোসেন ও তার বৃদ্ধ মা, চার বছরের শিশু, ভাই ও দুই ভাতিজাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এসময় আইনজীবি মুরাদ ও তার ভাই মিজান জানান, মাদকস¤্রাট হাসমতের নেতৃত্বে কিশোর গ্যাং এসএফ বয়েজ প্রধান আশিক, চিহ্নিত মাদক কারবারি সুজন, সন্ত্রাসী আমজাদ, নান্টু মিয়া,আব্দুর রহমান, আল আমিন, খোরশেদ, রাকিব হোসেন সোহেল, সজিব মিয়া ও জিসান মিয়া সহ প্রায় ৪০ থেকে ৫০ জন এ হামলা ও সন্ত্রাসী কর্মকান্ড চালায়। একপর্যায়ে ঘরের ভেতর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নেয় তারা।

হামলার ঘটনায় আহতরা মানববন্ধনে অংশ নিয়ে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তীর দাবী করেন। আইনজীবি মুরাদের মা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবিতে প্রশসানের পূর্ণ সহযোগিতা কামনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত মোঃ হাসেম আলী বলেন,এ ঘটনার সাথে আমি জড়িত নই।কিছু ব্যক্তি আমার সম্মান হানি বরার জন্য মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *