মানিকগঞ্জ সংবাদদাতা :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারা দেশে অসহযোগ আন্দোলনে গণজোয়ারে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর খবর ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে পড়ে মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকা।
সরকারি বেসরকারি পেশাজীবী রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ ৫ আগষ্ট (সোমবার) বেলা তিনটার দিক থেকে শহরের বিভিন্ন স্থানে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এতে জেলা শহরের ডিসি চত্বরের সামনে প্রায় লক্ষাধিক মানুষ আনন্দে মেতে উঠে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পূরো এলাকা।