মানিকগঞ্জ প্রতিনিধি, ১৮ জুন

পরিবেশ রক্ষার্থে মানিকগঞ্জের আনসার ও ভিডিপির সদস্যরা ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপনের কর্মসূচী উদ্বোধন করেছেন।

আজ রোববার (১৮ জুন) বেলা ১১টার দিকে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ৩৬ আনসার ব্যাটালিয়ানের আয়োজনে, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই বৃক্ষরোপনের উদ্বোধন করেন আনসার ও ভিডিপির কার্যালয়ের কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট এস এম রায়হান হেলাল, কোম্পানী কমান্ডার মোঃ আবুল কাশেম, সার্কেল অ্যাডজুট্যান্ট ঈদুল তালুকদার-সহ জেলার আনসার ও ব্যাটালিয়নের সদস্য বৃন্দ।

আনসার ও ভিডিপির কার্যালয়ের কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম বলেন, বর্তমান সময়ে তীব্র তাপদাহে জন জীবন বিপর্যয়ে পরেছে। এই বিপর্যয়ের কারন পর্যাপ্ত পরিমান গাছপালা না থাকা। সে জন্য এই তাপদাহের হাত থেকে বাঁচার জন্য বৃক্ষরোপনের কর্মসূচী শুরু করা হয়েছে। আসা করছি আগামিতে এই সব গাছ বড় হয়ে তাপদাহের হাত থেকে রক্ষা করবে আমাদের।

তিনি আরও বলেন, বৃক্ষরোপন কর্মসূচি অভিযান আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। জেলার প্রতিটি আনসার অফিসসহ রাস্তার পাশ দিয়েও গাছের চারা রোপন করবেন বলে জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *