স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ (১৩ অক্টোবর)
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’-এই প্রতিপাদ্যে সারাদেশের মতো মানিকগঞ্জে উদযাপতি হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে আজ (রবিবার) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে তা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর, জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপকের বিভিন্ন কৌশল প্রদর্শনের মাধ্যমে মহড়া করেন।
সবশেষে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান ও রায়হানুল কবির, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক হামিদুর রহমান প্রমুখ।
বক্তারা, দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কৌশল জানার ওপর গুরুত্ব আরোপ করেন।