স্টাফ রিপোর্টার,(১ অক্টোবর)
মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ -প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনাসভা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে তা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইন্তাজ উদ্দিন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর উর্মিলা রায়, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদী, সাধারণ সম্পাদক শফিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে প্রবীণরা নানা সমস্যায় জর্জরিত। তাঁদের জীবনধারন ও মর্যাদা রক্ষায় সকলকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *