মানিকগঞ্জ জেলা সংবাদদাতাঃ৩ মার্চ

মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামের ইউসুফ মেম্বারের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি করে পালানোর সময় গনপিটুনীতে এক ডাকাত  নিহত হয়েছে।অপর ২ জন গুরুত্বর আহত হয়েছে। নিহত ডাকাদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দিবাগত রাতে ১৫/২০ জনের  একটি ডাকাত দল সদর উপজেলার বনপারিল গ্রামেরর ইউসুফআলী মেম্বারের বাড়ীতে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তাদের জিম্মি করে স্বর্ণাংকার ও নগত টাকা লুট করার সময়  ডাক চিৎকারে এলাকর লোকজন এগিয়ে এসে ৩ ডাকাতকে আটক করে।এ সময় এলাকার লোকজন গনপিটুনী দেয়।আহত তিন ডাকাতের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

বাড়ীর মালিক আলী আহমেদ জানান, ডাকাতরা তাদের ১০ ভড়ি স্বর্ণ ও নগত ৩ লক্ষ টাকা লুটে নিয়ে গেছে ।আটক একজনের নাম মিন্টু তার বাড়ী সদর উপজেলার চেগারকোনা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রব সরকার জানান.ঘটনার বিষয় আমি শুনেছি।

বিস্তারিত আসছে…..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *