স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, ৩০ জানুয়ারি

মানিকগঞ্জে পরিবেশ অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ লক্ষ টাকা জরিমানা করেছে ৬টি ইট ভাটায় মালিকদের।

মঙ্গলবার দুপুর্র থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় এবং ইট ভাটা এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় এসব ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে মানিকগঞ্জ সদর উপজেলার আউটপাড়া এলাকার আলী ব্রিক্সকে ৫ লাখ, হিজলাইন এলাকার এস এম এস ব্রিক্সকে ৫ লাখ, লেমুবাড়ী এলাকার এমিকা ব্রিক্সকে ৫ লাখ, হাসলী একতা ব্রিক্সকে ৫ লাখ, বাইতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলঘ্ন হওয়ায় পূর্ব হাসলী এলাকার আব্দুল্লাহ আল সোবহান বিক্স(এএসি), ৬ লাখ ও আলম নগর ব্রিক্সকে ৬ লাখসহ মোট ৩২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটভাটার একাংশ স্কেবিলেটর দিয়ে ভেঙ্গে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী, মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সিনিয়র কেমিস্ট এ,কে,এম ছামিউল আলম কুরসি, সদর দপ্তরের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *