
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, ৩০ জানুয়ারি
মানিকগঞ্জে পরিবেশ অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ লক্ষ টাকা জরিমানা করেছে ৬টি ইট ভাটায় মালিকদের।
মঙ্গলবার দুপুর্র থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় এবং ইট ভাটা এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় এসব ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে মানিকগঞ্জ সদর উপজেলার আউটপাড়া এলাকার আলী ব্রিক্সকে ৫ লাখ, হিজলাইন এলাকার এস এম এস ব্রিক্সকে ৫ লাখ, লেমুবাড়ী এলাকার এমিকা ব্রিক্সকে ৫ লাখ, হাসলী একতা ব্রিক্সকে ৫ লাখ, বাইতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলঘ্ন হওয়ায় পূর্ব হাসলী এলাকার আব্দুল্লাহ আল সোবহান বিক্স(এএসি), ৬ লাখ ও আলম নগর ব্রিক্সকে ৬ লাখসহ মোট ৩২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটভাটার একাংশ স্কেবিলেটর দিয়ে ভেঙ্গে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী, মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সিনিয়র কেমিস্ট এ,কে,এম ছামিউল আলম কুরসি, সদর দপ্তরের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুর রহমান প্রমুখ।