
মানিকগঞ্জ সংবাদদাতা-২৬-০৪-২০২২ ঃ
আজ মঙ্গলবার মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ব্যাংকের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত “সার্বজনীন কল্যানে মাহে রমজান” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা নর্থ জোন প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মুহাম্মদ সাঈদ উল্লাহ্।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌর সভার মেয়র মোঃ রমজান আলী ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আঃলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা ডায়বেটিকস সমিতির সাধারন সম্পাদক আ,ফ,ম,সুলতানুল আজম খান আপেল।
স্বাগত বক্তব্য রাখেন মানিকগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান ।মূল আলোচনা করেন,আমিন বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ফখর উদ্দিন।অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জুলফিকার আহম্মেদ। জেলার বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এ ইফতার মাহফিলে অংশগহন করেন।
