
স্টাফ রিপোর্টার, ১১ এপ্রিল
মানিকগঞ্জে ঈদ -উল ফিতর উপলক্ষে ছিন্নমুল মানুষের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক রেহেনা আকতার। জেলা প্রশাসক রেহেনা আকতার সকাল ৮ ঘটিকায় শহিদ মিরাজ তপন স্টেডিয়ামে ( নারী মুসল্লীদের সাথে) পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন এবং মানিকগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
এছাড়া দুপুর ১২ টায় জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এরপর জেলা প্রশাসক জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে সরকারি শিশু পরিবার, মানিকগঞ্জ নিবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মধ্যাহ্নভোজে অংশগ্রহণ নেন। এরপর জেলা প্রশাসক ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।