
শাহীন তারেক,মানিকঘঞ্জ ০৪ আগস্ট
মানিকগঞ্জ স্থানীয় প্রকৌশলী অফিস এলজিইডির উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা অনুরায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজন সভার আয়োজন করা হয়।
আজ বেলা ১১টায় স্থানীয় কামরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা নির্বাহী প্রকৌশলী ফয়জুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলজিইডির ঢাকা অঞ্চলের তত্ত¡াবতায়ক প্রকৌশলী প্রভাস চন্দ্র বিশা¦াস।
এ এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ,মানিকগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম ভ’ইয়া,সহকারী প্রকৌশলী ইমরুল হাসান।
এলজিইডির তত্তাবধানে গ্রামীন অবকাঠামোর টিকসই করণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ঠিকাদার মোহাম্মদ হানিফ মিয়া,মোঃ আসলাম হোসেন,সায়েদুর রহমান,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু,সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী,গাজী ওয়াজেদ আলম,শাহানুর ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি ঢাকা অঞ্চলের তত্ত¡াবতায়ক প্রকৌশলী প্রভাস চন্দ্র বিশা¦াস বলেন,রাস্তার মান উন্নয়নের জন্য ঠিকাদারদের কাজের সময় আমদের প্রকৌশলীরা সার্বক্ষনিক ততারকি করে থাকে।ফলে নি¤œমানের কাজের কোন সুযোগ নেই।প্রতেটি কাজের নিদিষ্ট সময় রয়েছে।কোন ঠিকাদার নির্দিষ্ট সময়ে তার কাজ শেষ করতে না পারলে জরিমানার ব্যবস্থা কারা হয়েেেছ।
এ ছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিাসাবে আলোচনা শেষে এলজিইডির ঢাকা অঞ্চলের তত্ত¡াবতায়ক প্রকৌশলী প্রভাস চন্দ্র বিশা¦াস এলজিইডির অফিস চত্তরে একটি ফল গাছ রোপন করেন।