
মানিকগঞ্জ প্রতিনিধি :৪ নওভম্বর
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালী করেছে জেলা কমিউনিটি পুলিশ।
আজ (৪ নভেম্বর) শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন জেলা কমিউনিটি পুলিশের প্রধান উপদেষ্টা ও মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান পিপিএম (বার)।
সভায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম এর সাক্ষরিত শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশং সদস্য হিসেবে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট পান তরুন উদ্দোক্তা ও জেলা কমিউনিটি পুলিশের অর্থ সম্পাদক মোঃ ইউসুফ আলী। এছারাও শ্রেষ্ঠ সিপিওর সম্মাননা পান মানিকগঞ্জ সদর থানার এসআই শাহ্ জামান।
সভায় অনন্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রউফ সরকার, জেলা কমিউনিটি পুলিশের সহ-সভাপতি তাজিনুর রহমান তাজ, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম পরান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড, দেওয়ান মতিন, সদর উপজেলা কমিউটি পুলিশের সাধারণ সম্পাদক ইরাদ কোরাইশী ইমন প্রমুখ।