শাহীন তারেক,মানিকগঞ্জ ,

শনিবার দুপুরে মানিকগঞ্জ ক্রীড়া
সংস্থায় মানিকগঞ্জে কারাতে প্রদর্শনী ও বেল্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।পাপ্পুরাজ কারাতে একাডেমির প্রায় শতাধিক প্রশিক্ষনার্থী এ প্রদর্শনীতে অংশগ্রহন করে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও বেল্ট প্রদান করেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি,জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য গোলাম ছারোয়ার ছানু ও প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও মেটলাইফ বাংলাদেশের ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ শাহানুর ইসলাম।পাপ্পুরাজ কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জাতীয় পর্যায়ের কারাতে প্রশিক্ষক পাপ্পুরাজের পরিচালনায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
৪০ জন প্রশিক্ষনার্থীকে বিভিন্ন পর্যায়ে উত্তীর্ন হওয়ার জন্যে বিভিন্ন ক্যাটাগরিতে বেল্ট প্রদান করা হয়।বেল্ট পরিক্ষা পরিচালনা করেন মানিকগঞ্জ শাখার পরিচালক রায়হান মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে শুক্লা সরকার বলেন,আমাদের সন্তানদের সাহসী ও সুস্থ নাগরিক তৈরি করতে হলে মার্শাল আর্টের প্রশিক্ষন থাকতে হবে।নিজেদের রক্ষা করা ও শারীরিক ভাবে সুঠাম দেহের অধিকারী হতে আমাদের সবার সন্তানকেই প্রশিক্ষন নিতে হবে।যাদের বা”্ধসঢ়;চাদের মার্শালআর্ট শিখানো হবে তাদের আর বাচ্চাদের সাথে স্কুলে যেতে হবে না।সমাজ পরিবর্তনের জন্যে মার্শালআর্ট অবশ্যই গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে ।তিনি সবার সন্তানকেই লেখাপড়ার পাশাপাশি মার্শালআর্ট সহ বিভিন্ন খেলায় অংশগ্রহনের সুযোগ করে দেয়ার জন্যে অভিভাবকদের
প্রতি আহবান জানান। সভাপতির বক্তব্যে সুদেব সাহা বলেন,জেলার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেই যেন ছাত্র-ছাত্রীদেও কারাতে প্রশিক্ষন দেয়া হয় সেজন্যে আমারা চিঠি দিব।এ কাজকে এগিয়ে নিতে আমরা সব ধরনের সহযোগীতা করে যাবো।এটা ভাববেন না যে,খেলাধুলা করে কি হবে।অনেকেই শুধু আগামী দিনে একটা চাকুরির চিন্তায় সন্তানকে বড় করেন আসলে এটা মোটেও ঠিক না।খেলাধুলা কোঠাও চাকুরি হয়।
গোলাম ছারোয়ার ছানু বলেন,পুরো জেলায় এ কাজকে এগিয়ে নিতে আমরা সার্বিক সহযোগীতা করবো।যারা ভালো করবে তাদের আমরা
জাতীয় পর্যায়ে পাঠানোর ব্যবস্থা করবো।বর্তমানে বাচ্চারা মোবাইল গেমে আসক্ত এবং এ কারনে তারা বড় হয়ে নানান অপরাধ কর্মে জড়িয়ে
পড়ে।এদের রক্ষা করতে মার্শালআর্ট একটা চমৎকার ব্যবস্থা। মোঃ শাহানুর ইসলাম বলেন,মার্শালআর্ট একজন মানুষকে তার নিজে সামর্থ্য সম্পর্কে জানাতে ও নিজের উপর আস্থা বৃদ্ধিতে দারুন সাহায্য করে।যা অনেক বিপদ থেকে নিজেকে রক্ষা করা যায়। সাভার,ধামরাই,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়,মানিকগঞ্জ সহ দেশের প্রায় ৩০টি মার্শালআর্ট প্রশিক্ষন কেন্ধসঢ়;্র সফলতার পরিচালনা করে যাচ্ছে পাপ্পুরাজ কারাতে একাডেমী।৩২ বছর পূর্বে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকে জাতীয় পর্যায়ে অনেক প্রশিক্ষনার্থীই সফলতার স্বাক্ষর রেখেছে।মানিকগঞ্জের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান কানিজ ফাতেমা স্কুল এন্ড কলেজের ছাত্রীদেরও অতি সম্প্রতি কারাতে প্রশিক্ষনের দায়িত্ব নিয়েছে পাপ্পুরাজ কারাতে একাডেমী।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *