মানিকগঞ্জ সংবাদদাতা,
সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও শ্যামা পূজায় দীপাবলি উৎসব বর্জন করে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন মানিকগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ আনন্দময়ী কালিবাড়ি ও শিববাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য লক্ষ্মী চ্যাটার্জি, জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দীপক কুমার ঘোষ, অসীম কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক দোলন গোস্বামী, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ রায়, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনির্বান পাল প্রমূখ।