মানিকগঞ্জ প্রতিনিধি,১৮ জুলাই
প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবী মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি তোজাম্মেল হক তোজার নেতৃত্বে বান্দুটিয়া এলাকায় পদযাত্রা কর্মসূচী পালন করেছে।
কৃষক দলের নেতা আব্দুর রাজ্জাক জানান বেলা ১১ টার দিকে বান্দুটিয়া আব্দুল হালিম ক্যাপ্টেন চত্তর থেকে পদযাত্রা শুরু হয়ে স্টেডিয়াম এলাকা প্রদক্ষিন করে বান্দুটিয়া গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কৃষকদলের সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,সিংগাইর উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম,সদর সভাপতি আব্দুর রাজ্জাক,শাহীনুর রহমান সিপন প্রমূখ।