
শাহীন তারেকঃ১৯ জানুয়ারী
মানিকগঞ্জে খান রিয়েল এস্টেট প্রথম বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হয়েছে স্যার সাদাত আলী মেমোরিয়াল ক্লাব। আজ (বুধবার-১৯ জানুয়ারি) মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্বদেশ ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টসে জিতে স্বদেশ ক্লাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ৩৯.২ ওভারে ২০৩ রানে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে মানিক ৮৯ বলে সর্বোচ্চ ৬০ রান করেন এবং জাকির ৩৭ বলে ৩৯ রান করেন। প্রতিপক্ষ দলের আবদুল্লাহ চার ও অঙ্কুর দুইটি উইকেট নেন।
জবাবে, স্যার সাদাত আলী ৩৩.৩ ওভারে পাঁচ উইকেটে জয়ের লক্ষ্যে ২০৪ রানে পৌঁছে যায়। দলের পক্ষে তরিকুল ৪৯ বলে সর্বোচ্চ ৬৯ রান এবং স্বাধীন ৪৮ বলে ৫২ রান করেন। স্বদেশ ক্লাবের রাসেল দুটি উইকেট লাভ করেন।
চ্যাম্পিয়ন দলের তরিকুল সেরা খেলোয়ার বিবেচিত হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লীগের পৃষ্ঠপোষক ও নাভানা গ্রুপের অপারেটিভ ডিরেক্টর মামুন খান, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব-কমিটির আহ্বায়ক গোলাম ছারোয়ার ছানু, সদস্য-সচিব প্রদীপ কুমার শিকদার রিপন, খান রিয়াল এস্টেটের প্রতিনিধি প্রফেসর আতিকুর রহমান খান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মশিউর রহমান শিমুল ও বাসুদেব কুমার সাহা, আম্পায়ার সামসুদ্দিন স্বপন ও জাহাঙ্গীর আলম বিশ্বাস, আম্পায়ার ও স্কোরার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাঈদ খান মজলিশসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
এর আগে, সকালে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই লীগে অংশ নেয় নির্ধারিত আটটি ক্রিকেট দল।