
শাহীন তারেক,মানিকগঞ্জ২,৫ অক্টোবর
মানিকগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে আহত রাশেদুল ইসলাম চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এদিকে রাশেদুলের অগ্নিদগ্ধ স্ত্রী ও ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা গেছে,নিহত রাশেদুল ইসলাম মানিকগঞ্জ পৌরসভার নারাঙ্গাই এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মাংসের ব্যাবসা করতেন।গত মঙ্গলবার সকালে রাশেদুল ইসলাম তার নিজ ফ্লাটে দেশলাই কাঠি জ¦ালাতে গেলে বিকট শব্দে গ্যাস বিস্ফোরণ হয়।এ ঘটনায় রাশেদুল ইসলাম(৪৫),তার স্ত্রী সোনিয়া আক্তার,আড়াই বছরের সন্তান রিফাত ও দোকানের কর্মচারী ফারুক হোসেন(৩৮) অগ্নিদগ্ধ হয়।
রাশেদুল ইসলামের বড় ভাই রসুলদী জানান,মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে চিকিৎসকরা তার ভাইকে মৃত ঘোষনা করেন।তাঁর ভাইয়ের স্ত্রী ও ছেলেকেও ওই হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
উল্লেখ যে,গত সোমবার রাতে ঝড়বৃষ্টির কারণে বাসার দরজা ও জানালা বন্ধ করে রাশেদুল ও তাঁর পরিবারের লোকজন এবং দোকানের কর্মচারী রাতে ঘুমিয়ে পড়েন। ফ্ল্যাটের একটি কক্ষে রাশেদুল ও দোকানের কর্মচারী ফারুক হোসেন এবং সোনিয়া আক্তার ও রিফাত ঘুমিয়ে পড়েন।মঙ্গলবার ভোর চারটার দিকে রাশেদুল সিগারেটে আগুন ধরানোর জন্য দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর পরপরই বিকট শব্দে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ফ্ল্যাটের একটি কক্ষের দেয়াল ধসে যায় এবং দরজা-জানালা আশপাশে ছিটকে যায়। এতে বাড়ির সবাই দগ্ধ হন।