স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ ,
মানিকগঞ্জের ঘিওরে যুবলীগ ও ছাত্রলীগের হামলায় আহত হয়েছে ছাত্রদল নেতা মেহেদী হাসানসহ তিন জন। ২২ জুলাই ঢাকায় তারুণ্যের সমাবেশ উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায়  ঘিওর উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান, বালিয়াখোড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌকির মিয়া, ছাত্রনেতা রাজিবসহ ১০-১২ জন নেতা কর্মী নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা চলছিল।
 এসময় ঘিওর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী বেশ কয়েকজন নেতাকর্মী  দা, রাম দা চাপাতি ও লাঠিসোটা নিয়ে তাদের প্রস্তুতি সভায় অতর্কিত হামলা চালায় ৷ এতে গুরুতর আহত হন  মেহেদী হাসান নামের এক ছাত্রদল নেতা। এছাড়া আহত হয় আরো তিনজন।
বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা ছাত্রদলের প্যাডে  প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের  সভাপতি আব্দুল খালেক শুভ।
জেলা ছাত্রদল সভাপতি জানান,বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বালিয়াখোড়া  প্রাইমারি স্কুল মাঠে
২২ জুলাই ঢাকায় তারুণ্যের সমাবেশ উপলক্ষ্যে ছাত্রদলের প্রস্তুতি সভা চলছিল।  এ সময় বালিয়াখোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি, সাংগঠনিক সহ অজ্ঞাত ৩০ ৪০ জন প্রস্তুতি সভায় অতর্কিত হামলা চালায়।
হামলার শিকার ছাত্রদলের তিন নেতা। তবে ছাত্রদল নেতা  মেহেদী হাসানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *