মানিকগঞ্জে চুরিসহ অপকর্ম রোধে পুলিশের উদ্যোগে মাইকিং
শাহীন তারেক,
মানিকগঞ্জঃ১০ সেপ্টেম্বর
মানিকগঞ্জের শিবালয়ও সদর উপজেলাসহ বিভিন্ন অঞ্চলে চুরিসহ বিভিন্ন অপকর্ম রোধে জনসাধারণকে সতর্ক করতে পুলিশের উদ্যোগে মাইকিং করা হয়েছে।বিট পুলিশের মাধ্যমে করা হচ্ছে চুরিরোধে প্রচার প্রচারণা কার্যক্রম।
জানা গেছে,“সাম্প্রতিক সময়ে জেলার শিবালয় উপজেলার বিভিন্ন জায়গায় এক শ্রেণির চোরচক্র দিনের বেলা হকার, ভাঙারি ব্যবসায়ী ও বিক্ষুব্ধ পাগল বেশে বাড়ীতে প্রবেশ করে। পরে টিউবওয়েল বা রান্নাঘরে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দিয়ে যায়। তারপর বাসার সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে রাতের বেলা সংগোপনে ঘরে প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে যায়।এজন্য বাড়ীতে অপরিচিত কাউকে প্রবেশ করতে না দিতে এবং কেউ টিউবওয়েল বা রান্নাঘরের দিকে ঘোরাঘুরি করলে তার দিকে লক্ষ্য রাখতে বলা হয়।
এছাড়াও, পরিবারের এক বা একাধিক সদস্য হঠাৎ অসুস্থবোধ করলে নিকটস্থ প্রতিবেশী, গ্রাম পুলিশ বা সরাসরি থানায় জানানোর জন্য বলা হয়। এছাড়াও, চুরি প্রতিরোধে সময় মতো পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।”
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, “মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান (পিপিএম-বার) স্যারের দিক-নির্দেশনায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম রোধে জনসাধারণকে সচেতন করতেই গ্রামাঞ্জলে মাইকিং কার্যক্রম করা হয়েছে।”
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, টিউবওয়েল বা রান্নাঘরে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য মিশানোর প্রমান পাওয়া যায়নি।তবে জেলায় চুরিসহ বিভিন্ন অপকর্মের ঘটনা শুনা যাচ্ছে।এসব ঘটনা যাতে না ঘটে সেজন্যে সারা জেলায় পুলিশের মাধ্যমে মাইকিং করে জনসাধারণকে সতর্ক হচ্ছে।এছাড়া ওপেন হাউজিংয়ে আলোচনা করে সচেতন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *