মানিকগঞ্জ প্রতিনিধি, ১৮ মে
মানিকগঞ্জে সদর উপজেলার জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়নে কমিটির সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (১৮ মে) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে, পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় সদর উপজেলার নির্বাহী আফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলার চেয়ারম্যান ইসরাফিল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সুরঞ্জিত কুমার ঘোষ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেম, মৎস কর্মকর্তা জহিরুল ইসলাম-সহ উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান গণেরা উপস্থিত ছিলেন।
সভায় জনশুমারি ও গৃহগণনা যাতে সঠিক হয়, সে জন্য প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের সহযোগীতার কামনা করেন। চেয়ারম্যানরাও জনশুমারি ও গৃহগণনা যাতে নির্ভুল ও সঠিক করার জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
#