মানিকগঞ্জ সংবাদদাতাঃ ১ মার্চ
“বীমায় সুরক্ষিত থাকলে,এগিয়ে যাব সবাই মিলে” এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক ও সানসাইফ ইনসিওরেন্স কোম্পানীর অতিরিক্ত ব্যব¯’াপনা পরিচালক এস এম আসলাম রেজা।
জীবন বীমা কর্পোরেশনের ইনচার্জ এনামুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক,সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক মোল্লা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার,ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ইনচার্জ আব্দুল হাকিম, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ইনচার্জ মো: মামুনুর রহমান, পপুলার লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ইনচার্জ মো: ফিরোজ জামান উজ্জল, সদস্য সচিব ও সানসাইফ ইনসিওরেন্স কোম্পানীর সিনিয়র এএমডি মো: সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *