মানিকগঞ্জ ,০১ নভেম্বরে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ সদর থানার কর্মী উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ১ লা নভেম্বর-২৪ (শুক্রবার) সকাল ৭ ঘটিকায় শহিদ তিতুমীর একাডেমির অডিটোরিয়ামে সদর থানার ভারপ্রাপ্ত সেক্রেটারী এ্যাডভোকেট সালাউদ্দিনের সঞ্চালনায় সদর থানার আমির মাও.ফজলুল হকের সভাপতিত্বে এ কর্মী উৎসব অনুষ্ঠিত হয়।
কর্মীউৎসবে সদর থানা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ডেলিগেট দের মধ্যে থেকে সাংগঠনিক পদ্ধতি অনুযায়ী সক্ষমতা অর্জন করায় ১৬৫ জন জনশক্তিকে নতুন কর্মী ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ঢাকা উত্তরাঞ্চলের সহকারী পরিচালক হযরত মাওলানা দেলওয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্য এ সময় তিনি বলেন, জান্নাতে যেতে হলে ঈমান হতে হবে পূর্ণ। আমাদের পরিপূর্ণ মুমিন হতে হবে। আমাদের আখেরাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা টাকার গোলাম না হয়ে আল্লাহ্র গোলাম হবো। আমরা আল্লাহ্র গোলামী করার জন্য জীবনটা ব্যয় করে দেবো। শেষ রাতে উঠে আল্লাহ্র কাছে চোখের পানি ফেলে আমরা আল্লাহ্র রাসূলের সেই হাদীস অনুসরণ করবো।এবং তিন সংগঠনের দাওয়াত মানিকগঞ্জের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহবান জানান।
প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির হাফেজ মাও. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাও. নুরুল ইসলাম, জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসাইন, জেলা ওলামা বিভাগের সভাপতি শহিদ তিতুমীর একাডেমির অধ্যক্ষ মাও. জাকিরুল ইসলাম খান, সদর থানা সহকারী সেক্রেটারী এডভোকেট মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।