মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ০৩ নভেম্বর
জেলহত্যা দিবস উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়োেছ ।বুধবার বেলা ১২ টা জেলা আওয়ালীগ কার্যালয়ে আলোচনা ও দোয়ামাহফলি অনুষ্ঠিত হয় । জেলা আওয়ামীলীগেসহ সহ অন্যান্যঅংগসংগঠনের নেতাকর্মীরা উপ¯ি’ত ছিলেন ।জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে বক্তব্যরাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দিন,অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো , সাধারণ সম্পাদক অ্যাডভোকেটআব্দুস সালাম, যুগ্ম-সাধারন সম্পাদকবাদরুল ইসলাম খান বাবলু ,কাজী এনায়েত হোসেন টিপু , সুলতানূল আজম খান আপেল ,সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু , জেলা মহিলাআওয়ামীলীগের সাধারন সম্পাদক লক্ষ¥ী চ্যাটার্জি, পৌর আওয়ামীলীগের
সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,ছাত্রলীগেরসভাপতি এ এম শিফাত কোরাইশী সুমন, সাধারন সম্পাদক রাজিদুল
ইসলাম প্রমূখ।
বক্ত্ধসঢ়;রা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর এই চার নেতাকে মোস্তাকেরমন্ত্রীসভায় যোগদানের আহবান জানিয়েছিল । জেলে থাকা চার নেতাতখন এই প্রস্তাবে সারা না দেয়ায় জেলখানায় ঢুকে তাদের নির্মম ভাবে হত্যা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *