
মানিকগঞ্জ প্রতিনিধি,
আগামী ১১ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে ব্যাপক প্রস্ততি নিয়েছে জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছে একাধিক প্রার্থী। সম্ভাব্য প্রার্থীরা তাদের অস্তিত্ব জানান দিতে জেলা শহরসহ আঞ্চলিক সড়কে ব্যানার ফেস্টুন ও তোরণ নির্মানের পাশাপাশি নিজেরা প্রার্থীতা জানান দিচ্ছে ব্যাপক শোডাউন করে।
রোববার দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ব্যাপক কর্মী সমর্থকদের নিয়ে শহরে শোড্ধাসঢ়;উন করেন বর্তমান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সুদেব কুমার সাহা। বর্নাঢ্য শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ শেষে ভাষাশহীদ রফিক চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সুদেব কুমার সাহা ছাড়া সাবেক যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা জেলা আওয়ামীলীগের কমিটিতে সুদেব কুমার সাহাকে আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া আহবান জানান।