মানিকগঞ্জ জেলা সংবাদদাতাঃ০৭ নভেম্বর
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা গোলড়া এলাকায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ আরেক ডিস ব্যাবসায়ী। ঘটনাটি ঘটেছে রোববার মধ্যরাতে সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার আলাউদ্দিনের বাড়ীর সামনে। এ ঘটনায় আটককৃত আসামরিা হলনে, গোলড়া গ্রামরে কয়দে আলীর ছেেল ফরেদৌস আলী (২২) ও একই গ্রামরে শফকিুল ইসলামরে ছেেল সাকবি হোসনে (২৬)।
নিহত জাহাঙ্গীর আলমের বাড়ী মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল গ্রামের মজলিশ খানের ছেলে।
হত্যার ঘটনারবিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ওসি তদন্ত মো মুহব্বত হোসেন বলেন,সোমবার সকালে পুলিশ লাশ করা পর ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানেরা হয়েছে। এ ছাড়া ঘটনার সাথে জড়ি আসামীদের ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আটজনকে নামে আসামী করা হয়েছে বলে জানান তিনি।
নিহতর বড় ভাই আশরাফুল ইসলাম খান জানান, গোড়লা গ্রামের মো. দেলোয়ার হোসেনের সাথে তার ছোট ভাই জাহাঙ্গীরের সাথে ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ চলে আসছিল দীর্ঘদিন ধরে। গোলড়া এলাকায় লাইন টানা নিয়ে একাধিকবার বাক বিতন্ডা হয়। এরই জের ধরে রোববার রাতে দোলোয়ার ও ছেলে ময়মন হোসেন তাদের দলবল নিয়ে হত্যার ঘটনা ঘটায়।
স্থানীয়রা জানায়, নিতহ জাহাঙ্গীর আলম ডিস বিলের মাসিক টাকা তোলার জন্য গোলড়া এলাকায় রাতে আসে । গোলড়া আলাউদ্দিনের বাড়িতে গেলে ওৎ পেতে থাকা দেলোয়ারের সঙ্গীরা তাকে কয়েক দফায় মারধর করে।এক পর্যায়ে জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পরে।
ঘটনাটি জানা জানি হলে তাৎক্ষনিকভাবে ওই এলাকার গ্রাম পুলিশ সোহাগ মিয়া তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে যায়।হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত জাহাঙ্গীরের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর থানার জাগির ইউনিয়নের মেঘশিমুল গ্রামের মজলিশ খানের ছেলে।
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ^াস জানান, জে,আর ইন্টারন্যাশনাল কেবল নামের প্রতিষ্ঠানটি ছিল জাহাঙ্গীর আলমের। সে ডিস ও ওয়াই ফাইয়ের গ্রাহকদের কাছ থেকে মাসিক টাকা তুলতে আসে। এরমধ্যে আরেক ডিস ব্যবসায়ী দোলোয়ারের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিয়োগ করেন তার বড় ভাই। এঘটনায় নিহতের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *