
মানিকগঞ্জ প্রতিনিধি,১৫ মার্চ
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাংগালা গ্ৰামের তিলামুদ্দিন ওরফে তুলা পীর সাহেব ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৮টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।মৃত্যুর সময় তিনি এক স্ত্রী,এক ছেলে,এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার ১৫ মার্চ সকাল ১০টায় তার নিজ বাসভবনে জানাজা নামাজ শেষে দাফন করা হয়। তিনি মরহুম জাহের বয়াতির ছোট ছেলে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বলধারা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল মালেক,ইসলামী ব্যাংক বাংলাদেশ পিসিএল ফরিদপুর শাখার ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহীন তারেক, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, স্থানীয় ইউপি সদস্য মোঃ হযরত আলীসহ তাঁর ভক্তবৃন্দ।