
মানিকগঞ্জ প্রতিনিধি :০৩ মে
মানিকগঞ্জের মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন।
জানা গেছে,আজ মঙ্গলবার(৩ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ দেওলী ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত-ফজলে রাব্বি পরাগ(২৬)রাজবাড়ী জেলার সদর থানার হরিসভা রোড লক্ষীকোল এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী নরুল ইসলাম জানান- মানিকগঞ্জ গামী মোটরসাইকেল আরোহী পরাগ উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেওলী ব্রীজ সংলগ্ন এলাকা পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার রেলিংয়ের সাথে আঘাত লেগে খাদে পরে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
অপর দিকে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় দুই মোটরসাইকেল সংঘর্ষে মহিদুর (৩০)নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহতের বাড়ী সদর উপজেলার বুরুন্ডি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।