স্ট্যাফ রির্পোটারঃ১২ নভেম্বর
মানিকগঞ্জে পৃথক অভিযানে দুই লক্ষ টাকার হেরোইন ও ইয়াবাসহ ৩জন মাদক কারবারিকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
জানা গেছে,মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল ১১ নভেম্বর মানিকগঞ্জ থানাধীন আঙ্গুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সাইফুল ইসলাম (৪০)কে ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
একই তারিখে অপর একটি অভিযানিক দল মানিকগঞ্জ জেলার সদর থানাধীন জয়রা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ চঞ্চল মোল্যা ওরফে শাহিন(৩৫)ও মোঃ হৃদয় হাসান (২৩)দ্বয়কে ২০(বিশ) গ্রাম হেরোইনসহ আটক করেন।