স্টাফ রিপোর্টার,১৯অক্টোবন
আসন্ন দূর্গা পূজা উপলক্ষে মানিকগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল সস্পাদক ও বিভিন্ন গ্রুপ এডমিনদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্প্রতিবার (১৯ অক্টোবর)দুপুরে পুলিশ সুপারের কার্যালয়েে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রারাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, দৈনিক জনমতের সম্পাদক আনোয়ারুল হক,জেপি নিউজের প্রধান সম্পাদক বিএম খোরশেদ,প্রেস-মিডিয়ার এডমিন মুনিরুল ইসলাম মিহির,দৈনিক টেলিগ্রামের সম্পাদক শহিদুল ইসলাম সুজন,স্বদেশ বাংলা নিউজের সম্পাদক শাহীন তারেক,বিডি রিপোর্টের সম্পাদক এএস এম সাইফুল্লাহ,দৈনিক আমার নিউজের সম্পাদক আকরাম হোসেন,শীর্য বার্তার সম্পাদক আব্দুল আলীম,সত্য সংবাদের সম্পাদক সালাহ উদ্দিন রিপন,ঢাকা মেইলের প্রতিনিধি মোঃসেলিম মিয়া.মানিকগঞ্জ নিউজের সম্পাদক মোঃইউনুস আলী,সাংবাদিক নেহায়েত হোসেন সবুজ প্রমূখ।
এ সময় পুলিশ সুপার বলেন,কোন নিউজ পোস্ট করার আগে সত্য মিথ্যা যাচাই করে নিতে হবে। মিথ্যা সংবাদ প্রকাশ করা যাবে না।যাতে করে ভুল তথ্যের কারনে জনমনে বিভ্রান্ত সৃষ্টি না হয়।প্রয়োজনে পুলিশ প্রশাসন তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করবেন।
তিনিিআরো বলেন,নিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা রক্ষায় মানিকগঞ্জ জেলা পুলিশ সব সময় সতর্ক রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।