স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
মানিকগঞ্জে নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে দেওয়ান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। আজ (সোমবার) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বই তুলে দেওয়া হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক হামীমুর রশীদ,
জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নারগিস, সাবেক জেলা শিক্ষা অফিসার আব্দুল মুন্নাফ খান ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস।
দেওয়ান টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ
ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বই বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক দেওয়ান তানজিল আহমেদ।
বই বিতরণের পাশাপাশি প্রতিষ্ঠানটির কৃতি শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক বেশী। কিন্তু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এটা বুঝতে চাননা। একারণে লেখা-পড়া শেষ করে অধিকাংশরাই বেকার হয়ে বসে থাকছে। তারা পরিবারের বোঝা হয়ে যাচ্ছে। এর থেকে বেরিয়ে আসতে হলে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে।