মানিকগঞ্জ ,২৮ এপ্রিল
মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ জয়শ্রী সমদ্দার এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে আদালত চত্তর থেকে একটি র্যালি বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরোও উপস্থিত ছিলেন নারী শিশুর বিচারক তানিয়া কামাল,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল ভট্টাচার্য, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম সাবিনা ইয়াসমিন,পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, জিপি মেহের উদ্দিন, নারী শিশুর স্পেশাল পিপি নরুল হুদা রুবেল,জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন সহ অন্যান্য বিচারক ও আইনজীবীরা।