মানিকগঞ্জ প্রতিনিধ, ৪ ডিসেম্বর

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করি, এই শ্লোগানে মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে, এডাব মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধ অনুষ্ঠিত হয়ে।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, এডাবের জেলা শাখার সভাপতি ও আরব সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম নুরুল আলম, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার, অগ্রপথিক এনজিওর নির্বাহী পরিচালক মোঃ সানোয়ার হোসেন, পার্ডো এর নির্বাহী পরিচালক শামিমা আক্তার, জিএসএস এর নির্বাহী পরিচালক মোঃ শরিফ উদ্দিন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, এডাবের সদস্যভুক্ত জেলার সকল এনজিওর কর্মকর্তা ও কর্মচারীরা।

এসময় বক্তব্যে তারা বলেন, নারী ও কন্যার প্রতি সহিংসতার মূলে আছে নারী ও পুরুষের ক্ষমতার সম্পর্কে। ঐতিহাসিক এবং কাঠামোগত অসমতা। যা কিনা ব্যাপকভাবে নারী ও কন্যার মানবাধিকার লঙ্ঘন করে। সম্প্রতিক বছরগুলোতে নারী ও কন্যার প্রতি সহিংসতার মাত্রা বেড়েছে। তাই আমাদের নারী ও কন্যার প্রতি সহিংসতা নির্মেূলের মাধ্যমে, নারীদের অধিকার ফিরিয়ে দিতে পুরুষদের এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *