মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ জুলাই
নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল দুপুরে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি,কেক কাটা ও আলচনাসভাা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মানিকগঞ্জ প্রতিনিধি মোঃ কাবুল উদ্দিন খান,সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজাহান বিশ^াস,সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান,টেলিভিশন রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিএম খোরশেদ। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা সুজনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস।