আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টার ঃ ২২ মার্চ ২০২২
- উন্মুক্ত জলাধার সংরক্ষণ করি, ভুগর্ভস্থ পানি সম্পদ রক্ষা করি“ভুগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে ধলেশ^রী নদীসহ সকল নদী দখল, দূষণমুক্ত ও সংরক্ষণ করে ব্যবহার উপযোগি করার দাবীতে মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেসরকারী সংস্থা বারসিক ও ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলণ কমিটি, স্যাক এর যৌথ আয়োজনে এবং বারসিক এর সহযোগিতায় মানিকগঞ্জের স্যাক কার্যালয়ে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ধলেশ^রী নদী বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক এ্যাড: আজাহারুল ইসলাম আরজু এর সভাতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় বলেন, জেলার অন্যতম প্রধান নদী ধলেশ^রী খননের দাবীতে মানিকগঞ্জে ধলেশ^রী নদী বাঁচাও আন্দোলন কমিটি গঠনের মধ্যদিয়ে কাজ শুরু করে। ধলেশ^রী নদী পাড়ের মানুষকে সাথে নিয়ে সভা,সমাবেশ, মতবিনিময় আন্দোলনের ফলে সরকার নদী রক্ষায় দৃঢ় পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে ধলেশ^রী,কালিগঙ্গা,গাজীখালী, ইছামতি নদীসহ কয়েকটি খাল খননের কাজ চলছে।কিন্তু খাল, বিল, নদী-নালায় ময়লা ফেলার কারনে পানি ব্যবহারের অনুপযোগি হয়ে পড়ায় প্রাণবৈচিত্র্য নষ্ট হচ্ছে। তিনি বিশ^ পানি দিবসে মানিকগঞ্জ শহরের রিজার্ভ টাংকি পুকুরসহ বিভিন্ন নদী, খাল, পুকুর দূষণমুক্ত ও সংরক্ষণ করে ব্যবহার উপযোগি করার দাবি করেন।
বিশিষ্ট পরিবেশবাদী সংগঠক এ্যাড: দীপক কুমার ঘোষ বলেন, “আমরা এর আগে মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্র্যাঙ্ক পুকুর, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের পুকুর ও সরকারী দেবেন্দ্র কলেজের পুকুর সংরক্ষণ ও ব্যবহার উপযোগি করার দাবীতে জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু যেভাবে উদ্যোগ নেওয়ার কথা ছিল সেভাবে উদ্যোগ না নেওয়ায় পুকুরটি আবার আগেরমত অবস্থা হয়েছে। বিভিন্ন বাসাবাড়ির বর্জ্যও পুকুরে ফেলার কারনে পানি ব্যহারের অনুপযোগি হয়ে গেছে।এইসকল পুকুর সংরক্ষণ ও ব্যবহার উপযোগি করার জন্য এখনই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।আলোচনা সভাশেষে ধলেশ^রী নদীসহ মানিকগঞ্জের সকল নদী দখল, দূষণমুক্ত ও সংরক্ষণ করে ব্যবহার উপযোগি করার দাবীতে জেলা পরিষদ ও পৌরসভার স্মারকলিপি প্রদান করা হয়।
আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শংকর ঘোষ, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ফারুক, ধলেশ^রী নদী বাঁচাও আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক ও ডেইলী স্টার মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ^াস, সাবিস (সাংস্কৃতিক বিপ্লবী সংঘ) মানিকগঞ্জ এর সদস্য কামাল হোসেন কমল, বারসিক এর প্রোগ্রাম অফিসার রাশেদা আক্তার প্রমুখ।