
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, ২ সেপ্টেম্বর
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল থেকে পুলিশের উপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে শহরে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে দলীয় কার্যালয় থেকে যুবলীগের নেতাকর্মীরা শহরের বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।
জেলা যুবলীগের আহবায়ক প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, জেলা যুবলীগের সদস্য সাগর আহমেদ, মাহবুব আলম সুমন,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হক খান খালিদ, সামিউল আলীম রনি প্রমূখ।
সমাবেশে জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, বিএনপি মিছিল মিটিংয়ের নামে সারাদেশে নৈরাজ্য সৃস্টি করেছে। যারা দেশের মানুষের শান্তির জন্য কাজ করে সেই পুলিশ বাহিনীর উপর তারা হামলা করেছে। জেলা যুবলীগ পুলিশের উপর হামলার তিব্র নিন্দা জ্ঞাপন করছেন। সেই সাথে আগামীতে বিএনপির সকল নৈরাজ্য প্রতিহত করা ঘোষনা দেন।
বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৪ ত, প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। শহরের সেওতা এলাকা থেকে জেলা বিএনপির একটি মিছিল শহরের দলীয় কার্যালয়ে আসার সময় খালপাড় মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ে আনতে লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ওসিসহ পুলিশের সাতজন সদস্য, দুইজন সাংবাদিক ও বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।