
মানিকগঞ্জ,২০ অক্টোবর
মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আট গ্রাম হেরোইন ও দুইশত পঞ্চাশ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
বৃহস্প্রতিবার ২০ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
জানা গেছে,মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় বুধবার (১৯ অক্টোবর) রাতে পৃথক অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালের মেইন গেইটের দক্ষিন পাশ থেকে আট গ্রাম হেরোইনসহ মোঃ রাব্বি ও সাখাওয়াত হোসেন ওরফে রাব্বিকে গ্রেফতার করা হয় ও ঘিওর উপজেলার কুস্তা এলাকা থেকে পঞ্চাশ পিস ইয়াবাসহ লিটন মিয়া এবং দৌলতপুর উপজেলার কাকনা বাজার থেকে দুইশত পিস ইয়াবাসহ হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলো- মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার তারা মিয়ার ছেলে মোঃ রাব্বি (২৬), সাটুরিয়া উপজেলার গোপালপুর পুরান পাড়া এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন ওরফে রাব্বি (২৪) ও ঘিওর উপজেলার কুস্তা এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া (৩৭) এবং ধামশ্বর এলাকার মোঃ সহিম উদ্দিনের ছেলে মোঃ হুমায়ুন কবির (৪৫)।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।এ ঘটনায় মানিকগঞ্জ সদর,ঘিওর ও দৌলতপুর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।