মানিকগঞ্জ সংবাদদাতাঃ২১সেপ্টেম্বর
মানিকগঞ্জের ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ১০ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবির একাধিক টিম।এসময় তাদের কাজ থেকে এক লক্ষ ৭১ হাজার টাকা মূল্যের হেরোইন ও ইয়াবাট্যাবলেট উদ্বার করা হয়।
গ্রেফতাররা হলেন-সিংগাইর উপজেলার আজিমপুর মধ্যপাড়া গ্রামের মৃত আওলাদের ছেলে আবুল কালাম (৩৫), বাইমাইল গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র মোবারক (৩৬),মধ্য সিংগাইর গ্রামের মৃত নাছির আলীর পুত্র মোঃ কামাল (৪৪),নয়াডিঙ্গী গ্রামের মৃত ছলিম বেপারীর পুত্র মোঃ কুদ্দুস বেপারী(৫৬), আজিমপুর গ্রামের করম আলীর পুত্র চপল (৩৫),রাইদক্ষিন গ্রামের মৃত বছির উদ্দিনের পুত্র চান মিয়া (৪৫), চর আজিমপুর গ্রামের মোঃ খলিল শেখের পুত্র ফিরোজ শেখ (৪০), বড় কালিয়াকৈর গ্রামের মৃত চমক আলীর পুত্র আল-আমীন (৩০) ও মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব আরঙ্গবাদ গ্রামের মোঃ শেহের আলীর পুত্র হায়দার (২৬) এবং ঢাকা জেলার সাভার থানার নিমেরটেক এলাকার লিটন মিয়া (৩০)।
গতকাল বৃহস্প্রতিবার সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বার পনে ৯টার দিকে ডিবির একাধিক টিম মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব অরঙ্গবাদ ও সিংগাইর উপজেলার নয়াডিঙ্গী ও পূর্ব ভাকুম এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে র ১৫ গ্রাম হেরোইন ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৭১ হাজার টাকা ।

ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন আটকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিত মামলা বিচারাধিন রয়েছে।এ ব্যাপারে সিংগাইর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *