মানিকগঞ্জ প্রতিনিধি ৯ ডিসেম্বর
পূর্ব শত্রুতার জের ধরে মানিকগঞ্জে ছোটবারাহিরচর এলাকায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে তোতা মিয়া নামে এক কিটনাশক ব্যবসায়ী। এসময় হামলাকারীরা দোকানের ভিতরে থাকা বেশ কিছু টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানান পরিবারের লোকজন।
আজ সোমবার (০৯ ডিসেম্বর) সদর উপজেলায় কৃষ্ণপুর ইউনিয়নের ছোট বারাহিরচর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে কৃষ্ণপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সামাদ মন্ডলের ছেলে ইমরান মন্ডল এর নেতৃত্বে একটি ৭/৮ জন যুবক পূর্ব শত্রুতার জের ধরে দোকানে মধ্যে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।আহত তোতা মিয়াকে স্তাথানীয় ও তার পরিবারের লোকজন উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এঘটনার সাথে জড়িতদের গ্ৰেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন পরিবারের লোকজন।