মানিকগঞ্জ প্রতিনিধি, ১৫ নভেম্বর।
সিংগাইর উপজেলা বাস্তা গোলাইডাঙ্গা এলাকায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা মামলায় রোকমান হোসেনে টোনাকে (৩৫) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে আসামীর উপস্থিততে মনিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় ঘোষনা করেন।
দন্ডিত রোকমান হোসেন টোনা মানিকগঞ্জের সিংগাইরের বড় কালিয়াকৈর এলাকার আমোদ আলীর ছেলে।
এজহারপত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ ডিসেম্বর রাতে মানিকগঞ্জের সিংগাইরের গোলাইডাঙ্গা বাস্তা এলাকায় ৪৫ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর বটি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় রোকমান হোসেন টোনা। মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ধাওয়া করে রোকমান হোসেন টোনাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা। ঘটনার পরের দিন ৬ ডিসেম্বর নিহতের ভাবি রোকমান হোসেন টোনাকে আসামীকে করে সিংগাইর থানায় মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার ইন্সপেক্টর আব্দুস সাত্তার আসামীকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৮ এপ্রিল আদালতে চার্শিট দাখিল করেন। উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে ১৫জনের স্বাক্ষগ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে মৃত্যুদন্ড ঘোষনা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ.কে.এম নূরুল হুদা রুবেল রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আটকের পর আসামী বিভিন্ন সময় জামিনে ছিলেন। সর্বশেষ জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করেন। রায়ে বিচারক আসামীকে মৃত্যুদন্ড অর্থাৎ আসামীতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেছেন।
তবে রায়ের বিষয়ে আসামী পক্ষের আইনজীবী মো.শাহিনুর ইসলামের বক্তব্য পাওয়া সম্ভব হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *