মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালা
মানিকগঞ্জ |
প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ বিষয়ক দিন ব্যাপি কর্মশলা মানিকগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে কর্মশালা প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) শুক্ল সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) আসমা উল হুসনা ।
কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করেন। কর্মশালায় প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগের বিষয় নিয়ে অংশ গ্রহনকারীরা ১০টি গ্রæপে ভাগ হয়ে গ্রæপ ওয়ার্ক করেন। কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য, বাস্তবায়ন করতে স্থানীয় সমস্যা  ও সমস্যা সমাধানে করনীয় নিয়ে প্রস্তাবনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *