মানিকগঞ্জ প্রতিনিধি,

মাছ, মাংস, ডিম, দুধ সহ প্রাণিজ খাদ্য নিয়নত্রণে রাখতে মানিকগঞ্জে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, আসন্ন রোজা কে সামনে রেখে বাজারে দ্রব্যমূল্য নিয়নত্রণ সহ সব ধরনের পণ্যের সরবরাহ ঠিক রাখতে এখন থেকেই কাজ করা হচ্ছে।বু

বুধবার বেউথা সরকারি সমন্বতি অফিস ভবনের মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন।

জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রাণিসম্পদ বিভাগ, মৎসয বিভাগ, কৃষি বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন কর্মকর্তা, নিরাপদ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় কৃষক, মৎসজীবী ও প্রাণিসম্পদের শতাধিক খামারি উপস্থিত ছিলেন।

সভায় কৃষক, মৎসযজীবি, ডিম উৎপাদনকারী ও মাংস উৎপাদনকারী খামারিদের প্রাণিজ খাদ্যের উৎপাদন বাড়াতে নানান পরামর্শ দেয়া হয়। এছাড়া প্রাণিজ খাদ্যের বাজার নিয়নত্রণে স্টেক হোল্ডারদের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *