মানিকগঞ্জ প্রতিনিধি, ০১ আগস্ট
বালুদস্যুদের হাত থেকে ফসলি জমি রক্ষার জন্য মানববন্ধন করেছেন মানিকগঞ্জ পৌরসভার আন্ধারমানিক ও জয়নগর এলাকাবাসি। সম্প্রতি মানিকগঞ্জ সদর উপজেলার আন্ধারমানিক এলাকায় কালিগঙ্গা নদীর পারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় এই মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকার কৃষক ফইজুদ্দিন আহামেদ, কৃষক আব্দুল মালেক, কৃষক আমিনুর ইসলাম, কৃষক আব্দুল সামাদ, কৃষক মোঃ হাবিব প্রমুখ।
বক্তব্যে তারা বলেন, গত এক থেকে দেড় মাস ধরে আন্ধারমানিক ও জয়নগর এলাকা দিয়ে বয়ে যাওয়া কালিগঙ্গা নদীতে ২৫ থেকে ৩০টি ড্রেজার বসিয়ে বালু উত্তলন করছেন বালুদস্যুরা। সে বালু বাল্কহেডে করে অন্যথায় নিয়ে যাচ্ছে। তার জন্য নদীর তলে অনেক গহীণ হয়ে গেছে। সে কারনে নদী পারের ফসলি জামি ঙেগে নদীতে বিলিন হয়ে যাচ্ছে। ইতি মধ্যে কৃষকদের ধান, পাট, ভূট্টা, সবজিসহ প্রায় ২৫ বিঘা জামি নদী গর্ভে বিলিন হয়েগেছে বলে জানান তারা।
তারা আরও জানান, এখনি যুদি বালু উত্তলন করা বন্ধ না হয়, তাহলে এই দুইটি গ্রামসহ গ্রামের মসজিদ, স্কুল, হাসপাতাল, ব্রীজ, রাস্তা, কবরস্থান নদী গর্ভে বিলিন হয়ে যাবে। এলাকা বাসি তাদের বসত ভিটা ও ফসলি জমি রক্ষাত্রে ইত মধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়রকে এই বিষয়ে গ্রাম বাসি কয়েক হাজার সাক্ষরিত একটি আবদনের মাধ্যেমে জানিয়েছে বলে জানান তারা।
এই বিষয়ে পৌরসভার ৮নং ওয়াডের কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ বলেন, নদী থেকে বালু উত্তলন করার কারনে, আগমী দুই মাসের মধ্যে আমার এই ওয়ার্ড নদী গর্ভে বিলিন হয়ে যাবে। প্রতিদিন আন্ধারমানিক ও জয়নগর এলাকার কালিগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে বালু কেটে ৫০ থেকে ৬০টি বাল্কহেডের মাধ্যেমে নিয়ে যাচ্ছে। এই বিষটি উর্ধতন কর্মকতাদের একাদিক বার জানানো হলেও তাদের কাছ থেকে আসানুরোপ কিছুই হচ্ছেনা।
মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসক রেহেনা আকতার এলাকা বাসির সাথে কথা বলে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছে।