মানিকগঞ্জ সংবাদদাতা, ৫ সেপ্টেম্বর
মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে বাইলজুরি গ্রামের আনোয়ারা বেগম ( ৫০ ) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার(৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নের চর বাইলজুরি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম চরবাইলজুরি গ্রামের কৃষক ইছাক মিয়ার স্ত্রী।
ঘিওর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুর রহমান জানান, বাড়ির পাশে একটি খোলা মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান।এসময় বজ্রপাতের ঘটনার আনোয়ারা বেগম মারা যায়।
এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আনোয়ারা বেগম মারা যান। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পরে তাকে মাঠ থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।