মানিকগঞ্জ প্রতিনিধিঃ১৪ মে
মানিকগঞ্জে বনফুলের খাবারের মেয়াদ উত্তীর্ণের তারিখ নিয়ে কারসাজি ও প্রতারণা করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার(১৪ মে) বিকেলে মানিকগঞ্জ শহরের জিন্নত প্লাজায় বনফুলের শাখায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি জানান, বনফুলের খাবারের মেয়াদ পরীক্ষা করতে গিয়ে দেখা যায় পূর্বের খাবারে আজকের তারিখ দিয়ে রাখা হয়েছে। খাবারের মেয়াদ উত্তীর্ণের তারিখ নিয়ে এমন কারসাজি করায় ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারিনপরিচালক আসাদুজ্জামান রুমেল উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
উল্লেখ্য, গত ৮ই মে শহরের পোড়রা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের একটি ট্রেনিংয়ে সকালের নাস্তায় বনফুলের স্যান্ডউইচ খেয়ে পেট ব্যথা, ডায়রিয়া, বমি সহ নানাবিধ ফুড পয়জনিং আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ব্যক্তিরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।