মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার আশরাফুল ইসলাম পলাশ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তাঁর বন্ধুরা।
জানা গেছে,২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে হত্যাকা-ের ঘটনায় অভিযুক্ত সাকিন ও সোয়েব পলাতক আছেন। অভিযুক্তদের বাবা মা আমজাদ ও তার স্ত্রীকে পালানোর সময় আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
নিহত পলাশ ধামরাই উপজেলার কাউয়াখোলা গাংগুটিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। পলাশ মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকার খবির উদ্দিনের মেয়ের জামাই। বসবাস করতেন পৌর এলাকার বান্দুটিয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে শহরের বেউথা এলাকায় পলাশকে কুপিয়ে আহত করে ঘাতকরা। পরে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে গতকাল রোববার দিনগত ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পলাশ।
পলাশের শ্যালক নয়ন জানান, আমার বোন জামাই পলাশকে গত শুক্রবার রাত ৮টা দিকে বান্দুটিয়া এলাকার আমজাদের দুই ছেলে সাকিন ও সোয়েবসহ আরও তিন-চারজন কালীগঙ্গার বেউথা ব্রিজের নিচে ডেকে নিয়ে এলোপাতাড়ি ভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে স্থানীয়রা গুরম্নতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। আজ সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পলাশ।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম আমান উলস্নাহ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।